আগামী ২৫ অক্টোবর এফডিসিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। দ্বিবার্ষিক ‘চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন’-এর চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হবে ১৮টি পদে। বিপরীতে প্রার্থী না থাকায় কোনো প্রতিদ›দ্ব ছাড়া আগেই তিন প্রার্থীকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিন পদে নির্বাচিত হয়েছেন সুব্রত (সাংগঠনিক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক) এবং ফরহাদ (কোষাধ্যক্ষ)। বাকি ১৮ পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন ২৭ জন প্রার্থী। সভাপতি পদে লড়বেন চিত্রনায়িকা মৌসুমী ও মিশা সওদাগর। ধারণা করা হচ্ছে, এই পদেই একমাত্র শক্ত প্রতিদ্ব›িদ্বতা হবে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিপক্ষে লড়বেন ইলিয়াস কোবরা। নির্বাচন সামনে রেখে গঠিত হয়েছে মিশা-জায়েদ প্যানেল। এই প্যানেল থেকে মিসা সওদাগর সভাপতি পদে ও জায়েদ খান সাধারণ সম্পাদক পদে লড়বেন। এছাড়া এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল । মিশা-জায়েদ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামনুন হাসান ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ও কোষাধ্যক্ষ পদে ফরহাদ। মিশা-জায়েদ প্যানেল কার্যনির্বাহী সদস্যপদে আছেন অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলি রাজ, বাপ্পারাজ, আফজাল শরীফ, মারুফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন ও সর্বকনিষ্ঠ প্রার্থী জয় চৌধুরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন