অভিনেত্রী রতন রাজপুত ‘সন্তোষী মা’ সিরিয়ালে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করে আসছেন। পূরাণভিত্তিক জনপ্রিয় এই সিরিয়ালটি তার চরিত্রটির মৃত্যু হলে তিনি এটি ছাড়বেন বলে জানা গেছে।
সিরিয়ালটিতে আরও অভিনয় করেন গ্রেসি সিং, সায়ন্তনী ঘোষ, উপাসনা সিং এবং আয়াজ খান। মূল চরিত্রের প্রস্থানে আগামীতে সিরিয়ালটিতে চরম নাটকীয়তা যোগ হবে।
“কাহিনীতে প্রতিটি চরিত্রেরই আয়ু থাকে এবং আমার চরিত্রটিও শেষ হতে পারে। এমন অসাধারণ একটি শো ছাড়তে হবে বলে দুঃখ লাগছে। আমার চরিত্রটির মৃত্যু হচ্ছে তা নিশ্চিত। তবে যদি সে আবার বেঁচে ওঠে তবে তা হবে দেখার বিষয়,” রতন বলেন।
অ্যান্ডটিভির সিরিয়ালটিতে কাহিনীধারায় ধৈর্যকে (আয়াজ) সন্তোষীর প্রতি আকৃষ্ট হতে দেখান হচ্ছে।
মাধু (উপাসনা) সন্তোষীকে হত্যা করার জন্য আততায়ী ভাড়া করার পর নাটকীয়তা যোগ হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন