শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জরুরী বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ৮:৩৭ পিএম

জরুরী বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামীকাল দুপুর বারোটায় ফ্রন্টের আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও আগামী ২২শে অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের ঐক্যফ্রন্টের সমাবেশ নিতে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে ঐক্যফ্রন্টের সকল সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
ahammad ১৯ অক্টোবর, ২০১৯, ৯:১৯ পিএম says : 0
ঐক্যফ্রন্টে যোগ দিয়ে বি এন পির লাভের ছেয়ে লোকসানই বেশী হয়েছে। এখনো যদি দায়িত্বশীল দের বুঝার বকি থাকে ভবিষ্যতে আরও হাড়ে হাড়ে টের পাবেন। প্রবিন ব্যাক্তিটি আসলে দোমুখো সাপ। ওনার নিতীই যদি ঠিক থাকতো তাহলে ইতিহাসে স্বরনীয় হয়ে থাকতেন।
Total Reply(0)
ahammad ১৯ অক্টোবর, ২০১৯, ৯:১৯ পিএম says : 0
ঐক্যফ্রন্টে যোগ দিয়ে বি এন পির লাভের ছেয়ে লোকসানই বেশী হয়েছে। এখনো যদি দায়িত্বশীল দের বুঝার বকি থাকে ভবিষ্যতে আরও হাড়ে হাড়ে টের পাবেন। প্রবিন ব্যাক্তিটি আসলে দোমুখো সাপ। ওনার নিতীই যদি ঠিক থাকতো তাহলে ইতিহাসে স্বরনীয় হয়ে থাকতেন।
Total Reply(0)
OmarFaruq ১৯ অক্টোবর, ২০১৯, ৯:৩৭ পিএম says : 0
বিএনপির উচিত এই কামালের ধোঁকাবাজি ফন্ড বাদ দিয়ে২০ দলিয়ো জোট কে প্রানবন্ত করা । না হলে বেগম খালেদা জিয়ার মৃত্যু খুবই কাছাকাছি বলেই মনে হচ্ছে ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন