শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কের পাশে জার্মানি, ইউরোপকে সিরিয়ায় পদক্ষেপ নিতে সুপারিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ৫:১০ পিএম

সিরিয়ায় ইউরোপের শক্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী৷ জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, তুরস্ক ও রাশিয়াকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক নিরাপত্তা অঞ্চল গঠন করা যেতে পারে৷

তুরস্ক ও রাশিয়াকে সাথে নিয়ে সিরিয়ায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা অঞ্চল গঠন করার সুপারিশ দিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রাম্প কারেনবাউয়ার৷ যার মূল লক্ষ্য হবে সন্ত্রাস এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে আবারও লড়াই শুরু করা৷ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এর মাধ্যমে এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে যা সেখানকার মানুষের স্বাভাবিক জীবনযাপন আবারও নিশ্চিত করবে এবং যারা বিতাড়িত হয়েছে তারাও স্বেচ্ছায় ফিরে আসতে পারবে৷’

সুপারিশটি সম্পর্কে জার্মানি চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অবগত আছেন বলেও জানান দেশটির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের এই নেতা৷ তবে যেকোন সিদ্ধান্তই জার্মান মন্ত্রীসভা এবং সংসদ বুন্ডেসটাগের মাধ্যমে নেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি৷ কারেনবাউয়ার বলেন, ‘ইউরোপ এখানে শুধু দর্শকের ভূমিকায় থাকতে পারে না৷ আমাদেরকে অবশ্যই নিজেদের সুপারিশ ও পদক্ষেপ নিয়ে আলোচনা করতে হবে৷’

গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তর পূর্বের সীমান্তবর্তী অঞ্চল থেকে কুর্দি বিদ্রোহীদের দমনে অভিযান শুরু করে তুরস্ক৷ এর ফলে সেখানে বন্দী ইসলামিক স্টেটের জঙ্গিরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে৷ যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে জার্মানি ও ইউরোপ৷ কারেনবাউয়ার বলেন, উত্তরপূর্ব সিরিয়ার বর্তমান পরিস্থিতি ইউরোপ এবং জার্মানির নিরাপত্তা স্বার্থের সঙ্গে জড়িত৷ যে কারণে এই বিষয়ে ইউরোপের একটি শক্ত পদক্ষেপ জরুরি৷ তিনি আন্তর্জাতিক নিরাপত্তা অঞ্চল গঠনের আলোচনায় তুরস্ক ও রাশিয়াকেও অন্তর্ভুক্ত করার পক্ষপাতী৷ বলেন, কেউ পছন্দ করুক আর না করুক সিরিয়ায় রাশিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটি পক্ষ৷ এজন্য জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে সিরিয়া সংঘাতের সঙ্গে যুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হতে পারে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী৷

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
humayun kabir ৩০ অক্টোবর, ২০১৯, ১:৫৬ পিএম says : 0
তুরাস্ক যখন সকল বাধা অতিক্রম করে নিজদের সমস্যা নিজেরাই সমাধাণে সফলতা পাচ্ছে, তখন আপনাদের সিরিয়ায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা অঞ্চল গঠন করার কথা মণে পরেছে !
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন