সঙ্গীতশিল্পী সালমা’র দেশে থাকা না থাকা নিয়ে বিগত কিছুদিন ধরে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি এমন অপপ্রচারও চালানো হচ্ছে যে তিনি আর কোনদিন গান করবেন না। এসব অপপ্রচার বলে সাফ জানিয়ে দিয়েছেন সালমা। সালমা জানান, এখন তিনি দেশেই আছেন, আর গান ছাড়ার প্রশ্নই আসেনা। কারণ এই গানই আমাকে আজকের সালমাতে পরিণত করেছে। যে গানের জন্য দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি তৈরী হয়েছে তা ছাড়ার কোন কারণই নেই। সালমা বলেন, ‘আমি জানিনা কে বা কারা কী উদ্দেশ্যে আমাকে নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন। আমি সবার উদ্দেশে বলতে চাই, আমি এখন দেশেই আছি এবং দেশেই থাকবো নিয়মিত। এটা সত্যি, ব্যক্তিগত কাজে কিছু দিন দেশের বাইরে ছিলাম। তার মানে এই নয়, আমি দেশের বাইরেই স্থায়ী হয়েছি এবং গান ছেড়ে দিয়েছি। গান আমার আত্মার খোরাক, গান আমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তাই গান ছাড়ার প্রশ্নই আসে না। আরেকটি কথা বলতে চাই, স্টেজ শো’র জন্য আয়োজকরা যেন সরাসরি আমার সঙ্গেই যোগাযোগ করেন। আমার বরাত দিয়ে অন্য কারো কথায় কোনরকম আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি। এদিকে গত ১ সেপ্টেম্বর জন্ম নেয়া সালমা তার দ্বিতীয় কন্যা সাফিয়াকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নতুন গানও করছেন। গত সপ্তাহে প্রথমবারের মতো হাবিব ওয়াহিদের সুরে একটি গানে কন্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘দূর অজনায়’। গানটি লিখেছেন অমিত কর্মকার এবং গানটির সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। সালমা বলেন, ‘হাবিব ভাইয়ের সুরে প্রথম গান গাইলাম। এক কথায় মুগ্ধ হবার মতোই একটি সুর করেছেন তিনি। তার সুরে গান করে খুবই আনন্দিত। একটি অসাধারণ গান হয়েছে। এছাড়া সালমা জান্নাত আরা ফেরদৌসের লেখা ও জিয়াউদ্দিন আলমের সুরে নতুন আরেকটি গানে কন্ঠ দিয়েছেন। ইতোমধ্যে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে জয় সরকার পরিচালিত ‘ইন্দুবালা’ সিনেমায় সালমার গাওয়া ‘দুঃখের ছায়া’ গানটি। এই গানটিতে তার অসাধারণ গায়কীর জন্যও প্রশংসিত হচ্ছেন। গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুর করেছেন অভি এবং সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন