আধুনিক নাচের শিল্পী শক্তি মোহনের বলিউড অভিষেক হতে যাচ্ছে রেমো ডি’সুজার হাত ধরে। এতদিনের রিয়েলিটি শো তারকাটি বলিউডের প্রথম সারির কোরিওগ্রাফার এবং নাচভিত্তিক চলচ্চিত্রের পরিচালকটির একটি চলচ্চিত্রে তিনি কেন্দ্রীয় ভ‚মিকায় অভিনয় করবেন।
শক্তি ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স সিজন টু’, ‘ঝলক দিখলা যা’ এবং চ্যানেল ভি’র ‘দিল দোস্ত ড্যান্স’-এর মতো নাচভিত্তিক টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। রেমো পরিচালিত চলচ্চিত্রটিতে তিনি আরেক নৃত্যশিল্পী সালমান ইউসুফ খানের সঙ্গে অভিনয় করবেন।
‘আমি এই ফিল্মটির সঙ্গে সংশ্লিষ্ট হতে পেরে খুব রোমাঞ্চিত। রেমো স্যার আমার মেন্টর ছিলেন। আর আমার আশৈশব প্রেম নাচ দিয়ে আমার চলচ্চিত্রে অভিষেক হওয়া আমার কাছে স্বপ্ন সত্য হওয়ার মতো, ‘তিনি এক ভাষ্যে বলেন।
চলচ্চিত্রটি একটি রোমান্স ড্রামা। এর দ্বারা রেমো প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করবেন।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন