শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকমানের করা হচ্ছে, আগামী বছর থেকে কাজ শুরু: বিমান প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ৮:২২ পিএম

‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকমানের করা হবে। আগামী বছর থেকে এর নির্মাণকাজ শুরু হবে। ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন এটি তার প্রমাণ, যা আগামী বছর থেকে বাস্তবায়িত হচ্ছে। এতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এর আওতায় পড়া মানুষদের ক্ষতিপূরণ, সহযোগিতা এবং পুনর্বাসন যথাযথভাবে করা হবে। পাশাপশি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে নীলফামারী ও দিনাজপুর জেলার মানুষ। এ ছাড়াও আন্তর্জাতিক মানের সেবা পাওয়ার দ্বার উন্মোচন হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনা হস্তান্তর বিষয়ক’ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন বলেন, ‘নীলফামারীর সৈয়দপুর বিমান বিমানবন্দর আন্তর্জাতিক মানে নির্মিত হলে উত্তরাঞ্চলে নুতন দিগন্ত উন্মোচন হবে। এটি উত্তরাঞ্চলের মানুষের দ্রুত ভাগ্যের পরিবর্তন বয়ে আনবে।’

মাহবুব আলী বলেন, ‘ভারত, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে আকাশপথে যোগাযোগ তৈরি হবে এবং সৈয়দপুর বিমানবন্দর রিজিওনাল হাব হিসেবে ব্যবহৃত হবে।’

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি হওয়ার জন্য ৮৫২.৯০৭৮ একর জমির প্রয়োজন হচ্ছে। এর মধ্যে নীলফামারী অংশে ৫৩৫.১৩৭৮ একর এবং দিনাজপুর অংশে ৩১৭.৭৭০০ একর।’

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর ইসলামসহ অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন