শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পরিণীতা বরঠাকুর চান তার ভ‚মিকা খলে রূপ নিক

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

কালার্স টিভির ‘স্বরগিনী’ সিরিয়ালে পরিণীতা বরঠাকুর এক আধুনিক বাঙালি নারীর ভ‚মিকায় অভিনয় করছেন। তার প্রত্যাশা তার চরিত্রটি হঠাৎ করে খলে পরিণত হলে দারুণ হতো।
‘আমি সবচেয়ে খুশি হতাম যদি শর্মিষ্ঠার চরিত্রটি একদিন খল হয়ে যেত। আমি জানি অনেক দর্শক তখন আমাকে ঘৃণা করত, তবে অভিনয়শিল্পী হিসেবে আমি এক্সপেরিমেন্ট করতে চাই। একইভাবে চলতে থাকা একেবারে একঘেয়ে। শক্তিশালী বলেই প্রথমে শর্মিষ্ঠা চরিত্রটি আমার ভালো লেগেছিল। দুর্ভাগ্যক্রমে তা বজায় থাকেনি,’ পরিণীতা বলেন।
তিনি জানান, অসহায় নারীর ভ‚মিকায় অভিনয় তার সবচেয়ে অপছন্দের।
‘তাই যদি খল ভ‚মিকায় অভিনয়ের সুযোগ পাই তাতে ক্ষতি কী? অনেকেই ভাবতে পারে আমাকে খল ভ‚মিকায় মানাবে না, কিন্তু আমি তো একজন অভিনয়শিল্পী খল, পজেটিভ, ধনী, গরিব, নিষ্পাপ, গø্যামারাস বা যে কোনো ধরনের ভ‚মিকায় অভিনয়ই আমার কাজ,’ তিনি আরো বলেন।
অভিনয় ছাড়া পরিণীতা উপন্যাস পড়তে, ফিল্ম দেখতে এবং গল্প লিখতে পছন্দ করেন। ‘আমি কবিতাও লিখি,’ তিনি বলেন। তিনি জানান, শুটিং না থাকলে তিনি পরিবারকেই সময় দেন। ছেলেকে স্কুলে আনা-নেয়া থেকে তার পড়ালেখায়ও সাহায্য করেন তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন