শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন রূপে মিউজিক ভিডিওতে ইমরান

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঈদে নতুন রূপে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান। একটি গানের মিউজিক ভিডিওতে ভিন্নরূপে ইমরানকে খুঁজে পাওয়া যাবে। গানের নাম ‘বাহুডোরে’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এটি গত পহেলা বৈশাখে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত ‘বাহুডোরে’ অ্যালবামের টাইটেল গান। গানটির অডিও বেশ সাড়া জাগিয়েছিল। এই ধারবাহিকতায় এবার ঈদে গানটির ব্যায়বহুল মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। আর এখানে ইমরানের সাথে মডেল হিসেবে দেখা যাবে চলতি সময়ের আলোচিত মডেল বৃষ্টি ইসলামকে। গানটিতে ইমরানকে নতুন লুকে নির্মাতা উপস্থাপন করেছেন। গানটি ঈদের অন্যতম বড় চমক হিসেবে ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেল ও সব কটি টিভি চ্যানেল প্রচার শুরু হবে আগামী কদিনের মধ্যেই। এ বিষয়ে ইমরান বলেন, ‘বাহুডোরে’ গানটির অডিওর অনেক ভালো সাড়া পেয়েছি। এবার গানটির ভিডিও নির্মাণ হলো। ভিডিওটির জন্য অনেক পরিবর্তন আনতে হয়েছে আমাকে। গানটিতে পারফর্মের জন্য ওজন কমিয়েছি। পাশাপাশি হেয়ার স্টাইলও পরিবর্তন করেছি। সাজ-পোশাক সব মিলিয়ে অন্য এক ইমরানকে এ গানটিতে আবিস্কার করা যাবে। আমি অনেক আশাবাদী গানটি নিয়ে। নির্মাতা চন্দন রয় চৌধুরী বলেন, ‘বাহুডোরে’ প্রথমবার শুনেই অনেক ভালো লেগে যায়। তাই চটজলদি এর ভিডিওর পরিকল্পনাও করে ফেলি। সব মিলিয়ে পুরো ভিডিওতে একটি ভিন্নতা তৈরির চেষ্টা করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন