সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রাজনীতি ঘৃণা করেন আরনল্ড শোয়ার্জেনেগার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

অ্যাকশন তারকা আরনল্ড শোয়ার্জেনেগার জানিয়েছেন তিনি রাজনীতি বিমুখ মানুষ তবে অন্যদের সাহায্য সহযোগিতা করার জন্যই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। এক অনুষ্ঠানে তিনি জানান কখনও তিনি নিজেকে রাজনীতিক হিসেবে বিবেচনা করেন না। ‘টার্মিনেটর’ তারকা শোয়ার্জেনেগার ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। ৭২ বছর বয়সী অভিনেতাটি বলেন : “আমি রাজনীতি ঘৃণা করি। আমি যখন গভর্নর ছিলাম তখনও নিজেকে রাজনীতিক মনে করতাম না। আমি ছিলাম জনগণের এমন এক সেবক যে তাদের উন্নয়নের জন্য নীতি নির্ধারণ করত।” তবে তার দুঃখ হল তিনি অস্ট্রিয়ার জন্মগ্রহণ করায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করত পারবেন না। “অবশ্যই। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারলে দারুণ হত। তবে আমেরিকায় আমি এই কাজটি করতে পারব না। আমি আমেরিকায় আছি বলেন সব করতে পেরেছি, এটি তো সুযোগের দেশ,“ শোয়ার্জেনেগার বলেন। তার অভিনয়ে ‘টারমিনেটর ডার্ক : ফেইট’ ১ নভেম্বর মুক্তি পাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন