শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯-এর বিচার কার্যক্রম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

এগিয়ে চলেছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’এর বিচার কার্যক্রম। জমাকৃত গানগুলো থেকে শ্রেষ্ঠ গান বাছাইয়ের জন্য বিচারকার্য পরিচালনা করছেন দেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞরা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এ, ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করার লক্ষে এর বিচারকার্য এখন প্রায় শেষের দিকে। এবারে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এ বিচারকরা হলেন, আজাদ রহমান, ফেরদৌসী রহমান, গাজী মাজহারুল আনোয়ার, শেখ সাদী খান, সৈয়দ আবদুল হাদী, খুরশীদ আলম, ফরিদা পারভীন, তপন মাহমুদ, সমরজিৎ রায় চৌধুরী, আবিদা সুলতানা, ফুয়াদ নাসের বাবু, মকসুদ জামিল মিন্টু, গিয়াসউদ্দিন সেলিম, মনিরুজ্জামান, বীরেন সোম, আনিস ইসলাম, আজম বাবু, আব্দুর রহমান, মুশফিকুর রহমান গুলজার এবং রেজানুর রহমান। এবার যে সকল ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে তা হলো- শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উ”চাঙ্গসঙ্গীত (কন্ঠ), শ্রেষ্ঠ উচ্ছাঙ্গসঙ্গীত (যন্ত্র)। এই আয়োজনে দেশের একজন বরেণ্য সঙ্গীতশিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। উল্লেখ্য, সুস্থ সঙ্গীতের বিকাশ এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সকল গান জমা পড়ে ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এর এই আয়োজনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন