শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রোশান-অধরাকে নিয়ে নতুন সিনেমা উন্মাদ

মারুফ সরকার : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা অধরা খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণকরছেন নির্মাতা অপূর্ব রানা। সিনেমার নাম উন্মাদ। অপূর্ব-রানা বলেন, নতুন সিনেমা শুরু করতে যাচ্ছি। রোশান ও অধরা দুজনই এতে প্রধান দুটি চরিত্রে কাজ করবেন। রোশান বলেন, দারুণ একটি গল্পের সিনেমা উন্মাদ। অপূর্ব দাদা ভালো একজন নির্মাতা। সিনেমার কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। অধরা খান বলেন, অনেকদিন পর নতুন আরেকটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। ভালো একটি সিনেমার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। এতে আমাকে দর্শকরা ভিন্ন লুকে দেখতে পাবেন। উল্লেখ্য, রোশান অভিনীত সর্বশেষ বেপরোয়া সিনেমাটি মুক্তি পায়। সামনে অনন্য মামুন পরিচালিত মেকআপ সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া জ্বিন নামে নতুন আরেকটি সিনেমার কাজও শেষ করেছেন এ অভিনেতা। অন্যদিকে, অধরা খান অভিনীত নায়ক ও মাতাল নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া শাহীন সুমনের পরিচালনায় পাগলের মতো ভালোবাসি নামের একটি মুক্তির অপেক্ষায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন