ময়মনসিংহের ফুলপুরে ৫৩ পিস ইয়াবা নিয়ে গ্রেফতারকৃত হালুয়াঘাটের স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদসহ ৩ মাদক ব্যবসায়ীকে রবিবার বিকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত দুইটার দিকে ফুলপুরে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বর সংলগ্ন মিত্র ড্রাগ হাউজের সামনে থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে অফিসার ফোর্স মিত্র ড্রাগ হাউজের সামনে অভিযান চালায়। এসময় হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ (২৯), ইফরান হাসান (৩০)ও সুজন মিয়া(২৮)কে আটক করে পুলিশ। পরে তাদের তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করেন।স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের বাড়ি হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নে। তার বাবার নাম সাইদ সিদ্দিকী। ইফরান ইসলাম ময়মনসিংহ কোতোয়ালি থানার গোলাপজান রোডের শামছুল হকের ছেলে। সুজন মিয়া ফুলপুর পৌরসভার সাহাপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
ফুলপুর থানার এসআই অটল বিশ্বাস বাদী হয়ে এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।
ফুলপুর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন