রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পায়রা বন্দরে কয়লা নিয়ে আফ্রিকান পতাকাবাহী জাহাজ

কুয়াকাটা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ৩:১১ পিএম

২০ হাজার ৭২০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে দ্বিতীয় বারের মত নোঙ্গর করেছে ইন্দোনশিয়ার বালিকপাপান কোল টার্মিনাল থেকে ছেড়ে আসা আফ্রিকান পতাকাবাহী জাহাজ এমভি ওলডেনডরফ। সোমবার সকাল এগারটার দিকে পায়রা বন্দরের মাধ্যমে পন্য খালাসের জন্য পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিপিসিএল’র জেটিতে কয়লাবাহী এই জাহাজটি নোঙ্গর করে।
কয়লাবাহী জাহাজটি জেটিতে নোঙ্গর করার সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সবিচ আহমেদ কায়কাউস, চেয়ারম্যান(পিডিবি) খালেদ মাহমুদ, ম্যানেজিং ডাইরেক্টর(বিসিপিসিএল) খোরশেদ আলম, যুগ্ন সচিব নূর আলম, বিসিপিসিএল’র প্রকল্প পরিচালক গোলাম মাওলাসহ পায়রা বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিপিসিএল’র প্রকল্প পরিচালক গোলাম মাওলা জানান, বিসিপিসিএল’র নির্মানাধীন জেলার কলাপাড়ার ধানখালীতে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের উৎপাদন কাজে এ কয়লা ব্যবহৃত হবে। বিদুৎ কেন্দ্র ডিসেম্বরে উৎপাদনে গেলে ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিনই কয়লাবাহী জাহাজ আসবে ।
পায়রা পোর্ট কর্তৃপক্ষ আরও জানান, ২০১৬ সালের ১৩ আগস্ট অত্যাবশ্যকীয় সুবিধার মধ্যে সীমিত পরিসরে এই পায়রা বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্দরে আসা পণ্য খালাশের জন্য আরও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও একটি কয়লা টার্মিনাল নির্মাণ প্রকল্প (পিপিপি পদ্ধতিতে) অনুমোদনের চুড়ান্ত পর্যায় রয়েছে। দ্বিতীয়বারের মত কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে আসায় বন্দরের ভাবমূর্তি বর্হিবিশ্বে উজ্জল হলো। এ পর্যন্ত মোট ৩৫ বিদেশি বাণিজ্যিক জাহাজ অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন