শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মারভেল চলচ্চিত্রের সমর্থনে ন্যাটালি পোর্টম্যান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ন্যাটালি পোর্টম্যান


অনেকেই মারভেলের সুপারহিরো চলচ্চিত্রগুলোর সমালোচনায় মুখর; এরা বলে এ ধরনের চলচ্চিত্র হলিউডকে ধ্বংস করে দিচ্ছে। এই সমালোচকদের দলে স¤প্রতি যোগ দিয়েছেন মার্টিন স্করসেসি এবং ফ্রান্সিস ফোর্ড কোপোলা। অনেকেই তাদের বিরোধিতা করে তাদের মন্তব্য প্রকাশ করেছেন সর্বশেষ মারভেল চলচ্চিত্রের সমর্থনে মন্তব্য করেছেন ন্যাটালি পোর্টম্যান। মারভেলের ‘থর’ সিরিজের তারকা পোর্টম্যান বলেছেন, “আমার মনে হয় সব ধরনের চলচ্চিত্রের জন্যই জায়গা আছে।” তিনি আরও বলেন, “শিল্প সৃষ্টির পথ একটি নয়।” মারভেল সিনেমাটিক ইউনিভার্সের ২০২১-এর ‘থর : লাভ অ্যান্ড থান্ডার’ ফিল্মে পোর্টম্যান জেন ফস্টারের ভূমিকায় ফিরবেন। তিনি মনে করেন কমিকভিত্তিক ফিল্মগুলো দর্শকদের তাদের দৈনন্দিন একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেয়। “আমার মনে হয় মারভেলের ফিল্মগুলো দর্শকদের বিনোদনের চাহিদা পূরণ করে বলে এতোটা জনপ্রিয়, তারা কঠিন কাজের পর সেই বিশেষ সময়টা প্রত্যাশা করে।” স্করসেসি এই মাসের শুরুতে মারভেলের চলচ্চিত্রকে ‘সিনেমা নয়, থিম পার্ক’ বলে মন্তব্য করেন। কোপোলা মন্তব্য করেছেন ‘এসব পিকচার সিনেমা নয়’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন