শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রোড সেফটি চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইলিয়াস কাঞ্চনের আহ্বান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে তরুণদের ‘রোড সেফটি চ্যাম্পিয়ন’ ভিডিও প্রতিযোগিতায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার, স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ সড়ক খুবই জররী। সড়ককে নিরাপদ করে বাংলাদেশ খুব দ্রুত র্থৈনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। যখনই আমি এ নিয়ে কথা বলি তখনি তাকিয়ে থাকি আপনাদের দিকে। বিশেষ করে যারা তরুণ তাদের দিকে। কারণ তরুণদের সচেতন পদক্ষেপই নিশ্চিত করতে পারে নিরাপদ সড়ক। দেশের ভবিষ্যৎ হিসেবে তোমরাই দিতে পারো সৃজনশীল সমাজ। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে কাজ করে যাচ্ছি। তাই আমি উৎসাহিত হয়েছি যখন দেখলাম বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘ তোমাদের জন্য রোড সেফটি ভিডিও কম্পিটিশন-এর আয়োজন করেছে। তারা জানতে চায় তোমরা কিভাবে ঢাকার রাস্তাকে নিরাপদ করবে। ঢাকার সড়ককে আরো নিরাপদ করার জন্য তোমার মাথায় যদি কোনো আইডিয়া থেকে থাকে তবে সেই আইডিয়াটি ভিডিওর মাধ্যমে জানাতে পারো। তিনি বলেন, তুমি যদি বাংলাদেশে বসবাসকারী হও এবং তোমার বয়স যদি ১৮ থেকে ২৩ হয়, তাহলে তোমার ইউনিক আইডিয়াটি জানিয়ে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো। তিনি বলেন, যখন জানতে পারলাম বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘ তরুণদের নিয়ে রোড সেফটি ভিডিও কম্পিটিশন এর আয়োজন করেছে। তখন ভীষন উৎসাহিত হয়েছি। আমি তাদের সাথে সহমত প্রকাশ করেছি এবং ব্যস্ততার মাঝেও শুধু মাত্র তরুণদের উৎসাহিত করার জন্য এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করতে এই কাজে সহযোগিতা করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন