মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার মিসেস ও মিস মিলেনিয়াম ইউনিভার্স প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১২:০৭ এএম

এবার দেশে শুরু হয়েছে মিসেস ও মিস মিলেনিয়াম ইউনিভার্স প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বিবাহিত ও অবিবাহিত নারীরা। গত ৯ মে কুয়ালালামপুরে মিস ও মিসেস মিলেনিয়াম ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স হিসেবে নাহিদ আহমেদ সুমিকো অংশগ্রহণ করেন এবং মোস্ট আউটস্ট্যান্ডিং ওম্যান ও মোস্ট পপুলারিটি খেতাবে ভূষিত হন। এ ধারাবাহিকতায় মিসেস নাহিদ আহমেদ সুমিকোকে মিলেনিয়াম ইউনিভার্সের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে নির্বাচন করা হয় এবং তার উদ্যোগে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের সুন্দরী প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে। যার নাম ঠিক করা হয়েছে মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স ২০২০। এখানে বিবাহিত, ডিভোর্সি, সিঙ্গেল মাদাররা অংশ নিতে পারবেন। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জানান, ইতিমধ্যেই অনলাইনে প্রায় ৬ হাজার প্রতিযোগীর মধ্যে ১১০ জনকে নির্বাচিত করা হয়েছে এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এর প্রথম অডিশন রাউন্ড। এদিন ২৮ জনকে নির্বাচন করা হয়েছে। এখান থেকে সেরা বিজয়ী ফাইনাল রাউন্ডে অংশ নেবেন। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে, ২০২০ সালের মে মাসে। মিসেস নাহিদ আহমেদ সুমিকো বলেন, দেশের নারীর সৌন্দর্যকে বিশ্বময় ছড়িয়ে দিতেই এই প্রয়াস। প্রতিযোগিতায় একটু ভিন্নমাত্রা আনতে সেভ আওয়ার মাদার আর্থ ¯ে¬াগানে এর মূল বিষয়বস্তু ঠিক করা হয়েছে পরিবেশ রক্ষা। পৃথিবীর প্রতকূল পরিবেশ উন্নয়নে নারীর ভূমিকাকে শক্তিশালী করতে আমাদের এই প্ল্যাটফর্ম কাজ করবে। মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্সের আয়োজক সুমিকো ¯পার্ক এন্টারটেইনমেন্ট এবং ¯পন্সর মাই ফুডস লিমিটেড। এর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা। উল্লেখ্য, মিসেস নাহিদ আহমেদ সুমিকো সম্প্রতি গ্লোবাল ইন্টারন্যশনাল সুন্দরী প্রতিযোগিতার বিচারক হিসাবেও নির্বাচিত হন। ব্যক্তিজীবনে চার সন্তানের জননী মিসেস নাহিদ আহমেদ সুমিকো একজন সফল উদ্যোক্তা। তিনি সুমিকো ¯পার্ক এন্টারটেইনমেন্টÑএর প্রতিষ্ঠাতা, যেটি মালয়েশিয়ায় অবস্থিত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন