শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দো লাফজোঁ কি কাহানি

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

সুরজ (রণদীপ হুদা) একজন মিক্সড মার্শাল আর্টস বক্সার। তবে এখন সে আর এটি তেমন চর্চা করে না। তিক্ত অতীত স্মৃতিকে ভুলে থাকবার জন্য সে মালয়েশিয়া পালিয়ে আছে। অতীতের ঋণ মেটাবার জন্য তাকে একাধিক কাজ করতে হয়। একবার দ্বিতীয় শিফ্টে সে একটি পার্কিং লটে পাহারাদারের কাজ করছিল। এখানে জেনি ম্যাথায়াস (কাজল আগ্গারওয়াল) নামে এক অন্ধ মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। তাদের বন্ধুত্ব একসময় প্রেমে গড়ায়। সুরজ জীবনকে নতুন করে দেখতে শুরু করে। সে তার অতীতের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করতে শুরু করে। সুরজের মত জেনিরও কিছু গোপন করে রাখা অতীত স্মৃতি আছে। এতদিন সে তা চেপে রেখেছিল। সে সুরজের ওপর নির্ভর করতে পারে বলে তা প্রকাশ করতে শুরু করে। সে তার বাবা-মা সম্পর্কে জানায়, আরও জানায় সে কী ভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে। সুরজ আরও জানতে পারে জেনির অন্ধত্ব নিরাময়যোগ্য। তবে তা ব্যয়সাধ্য। এমন অর্থ জেনির বা সুরজের কাছে নেই। মিক্সড মার্শাল আর্টস নিয়ে সুরজ যে শপথ করেছিল তা বদল করার সিদ্ধান্ত নেয়। সে শুধু অর্থের জন্য লড়বে। তবে যে কোনও প্রতিযোগিতায় অংশ নিলে অনেক সময় লেগে যাবে অস্ত্রোপচারের অর্থ সংগ্রহে। তার বন্ধু আর ট্রেইনারের নিষেধ অমান্য করে সে একটি গোপন আর নিষিদ্ধ প্রতিযোগিতায় নাম লেখায়। এটি এমনই এক প্রতিযোগিতা যাতে সেই জয়ী হয় যে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন