শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সৌদের অনুদান পাওয়ার ব্যাখ্যা দিলেন সুবর্ণা

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় চলচ্চিত্র অনুদানের তালিকায় পূর্ণদৈর্ঘ্য বিভাগে অনুদান পেয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার স্বামী বদরুল আনাম সৌদ। একই সাথে অভিযোগ উঠেছে, অনুদান কমিটির সদস্য হওয়ায় বাছাই প্রক্রিয়ায় সুবর্ণা মুস্তাফা নাকি প্রভাব খাটিয়েছেন। অভিযোগ প্রসঙ্গে সুবর্ণা জানিয়েছেন, আমি আগে থেকেই জানতাম এ ধরনের সমালোচনা হবে। তাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুদান কমিটিতে ছিলাম সত্য, কিন্তু পূর্ণদৈর্ঘ্য নয়, স্বল্পদৈর্ঘ্যরে কমিটিতে ছিলাম। সুতরাং এখানে প্রভাব খাটানোর কোনো প্রশ্নই আসে না। অবশ্য তার এ বক্তব্যে অনেকেই সন্তুষ্ট নন। তাদের বক্তব্য যে কমিটিতেই থাকেন না কেন অনুদানের মূল কমিটিতে থাকা অবস্থায় কাছের মানুষ যখন অনুদান পায় তখন এ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। উল্লেখ্য, গত মঙ্গলবার সরকারি প্রজ্ঞাপন জারির পর সৌদের অনুদান প্রাপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন অনেকে। তার পরিপ্রেক্ষিতে জবাব দেন সুবর্ণা মুস্তাফা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন