বিনোদন ডেস্ক : ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ক্রস রোড। নাটকটি রচনা করেছেন তানজীম রহমান। পরিচালনায় রুবায়েত মাহমুদ। অভিনয় করেছেন আফরান নিশো, নওশিন, অপর্ণা ঘোষ, শাহেদ আলীসহ আরও অনেকে। প্রযোজনায় টম ক্রিয়েশনস। আশা, আনন্দ আর সংশয়ের এক মিশ্র অনুভ‚তি নিয়ে অস্থির হয়ে ছুটে চলছে শাফীন, সাথে তার বন্ধু কাব্য। সবকিছু আজ কাটায় কাটায় মিলতে হবে, একটুও এদিক ওদিক হলে চলবে না। একটুও সময় নষ্ট না করে রিকসায় দ্রæত এগিয়ে চলছে সে, হঠাৎ প্রচÐ একটা শব্দ। একটা বেপরোয়া গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে সবাই, কিন্তু শাফিনের অবস্থা বেশি খারাপ। গাড়িটি চালাচ্ছিল নিরা, অপরূপ সুন্দরী। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় সে। এই দুর্ঘটনায় শাফিন-কাব্য ও নিরার সাথে আরও একটা জীবন এলোমেলো হয়ে যায়। মেয়েটি হলো বহ্নি, সে শাফিনকে না পেয়ে ফিরে আসে প্রচÐ দুঃখ আর হতাশা নিয়ে। একই কাহিনীর তিনটি ভিন্ন গল্প তিনটি ভিন্ন পথে চলতে থাকে একই সাথে। এই তিনটি পথ কি মিলবে কোন এক ক্রস রোডে?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন