সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ সময়-এর নাটক ভাগের মানুষ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে সময় নাট্যদলের জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’। এদিন নাটকটির ১৮৩তম প্রদর্শনী হতে যাচ্ছে। একই মঞ্চে আগামী ২২ নভেম্বর নাটকটির আরো একটি প্রদর্শণী রয়েছে। এছাড়া আগামী ১৯ ডিসেম্বর কলকাতার বহরমপুরে একটি প্রদর্শনী করার আমন্ত্রণ পেয়েছে নাটকটি। সে লক্ষ্যে ৩০ সদস্যের দল নিয়ে আগামী ১৬ ডিসেম্বর কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে সময়। পাকিস্তানের লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। এটি ‘সময়’ এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে সময় দেশে ও দেশের বাইরে নাটকটির প্রদর্শনী করে আসছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল. রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, নাহিদ আহমেদ বিপ্লব, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনিতা বড়–য়া, আলমগীর হোসেন, আনোয়ার, রুমা, সানী, চন্দন বোস প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন