সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

উত্তরায়ন-এর প্রতিষ্ঠাবার্ষিকী এবং ইউরোপে রবীন্দ্রনাথ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আজ রবীন্দ্র সঙ্গীতের সংগঠন উত্তরায়ণের নবম প্রতিষ্ঠা বার্ষিকী। রবীন্দ্রসংগীত চর্চা ও বিকাশের এই সংগঠনটির প্রতিষ্ঠার নবম বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ইউরোপে রবীন্দ্রনাথ শীর্ষক বিশেষ গীতি আলেখ্য। সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামালসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। উত্তরায়ণ-এর পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম বলেন, প্রতি বছরই রবীন্দ্রনাথ ও তাঁর গানকে আমরা নানাভাবে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন সাজিয়েছি তাঁর ইউরোপ সফর এবং সেইসব সফরে রচিত গানগুলো দিয়ে। কবিগুরু অসম্ভব ভ্রমণপিপাসু মানুষ ছিলেন। ভ্রমণে গিয়ে তিনি প্রচুর লিখতেন। যে লেখা ও গানের মধ্য দিয়ে উঠে এসেছে বিভিন্ন দেশ-স্থান-প্রকৃতি স¤পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি। আমরা এবার চেষ্টা করেছি তাঁর ইউরোপ সফরকালে রচিত ২০টি গান ও গল্প সবার সামনে তুলে ধরার। আশা করছি সবার ভালো লাগবে। লিলি ইসলামের পরিকল্পনা, গবেষণা ও পরিচালনায় তিনি ছাড়াও এতে সঙ্গীত পরিবেশন করবেন ইশরাত জাহান বিথি, নাহিদ পারভীন, রতন মজুমদার, টিংকু কুমার শীল, মৌমিতা পাল, সাইফুল ইসলাম, অভিজিৎ দে, নুসরাত জাহান সাথী, শিমু দেসহ উত্তরায়ণ-এর ২৫ জন সদস্য। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন