শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমেরিকার চলচ্চিত্র উৎসবে বাংলা ফাইভ ব্যান্ডের মনে করো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আমেরিকার ২২তম ইন্ডি মেমফিস ফিল্ম ফেস্টিভ্যাল-এ নির্বাচিত হয়েছে বাংলা ফাইভ ব্যান্ডের জনপ্রিয় গান ‘মনে করো’র মিউজিক ভিডিও। চলচ্চিত্রের উৎসব হলেও প্রতিবারের মতো এবারও উৎসব রাঙাতে মিউজিক ভিডিও পার্টি বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে সারা আমেরিকাসহ তিনটি দেশের নির্বাচিত মিউজিক ভিডিও। এতে জার্মান শিল্পী ইলেক্ট্রো হাফিজ-এর মিউজিক ভিডিও লুবোডিস্কা, রাশিয়ান ব্যান্ড লিটল বিগ-এর ফারাদেঞ্জার পাশাপাশি বাংলা ফাইভ ব্যান্ডের গানটি নির্বাচিত হয়েছে। ব্যান্ডটির প্রথম অ্যালবাম কনফিউশন-এ প্রকাশিত গানটির মিউজিক ভিডিওটি দেশেও দারুণ সমাদৃত হয়েছে। গানটির কথা ও সুর সিনা হাসানের, সাইন্ড ইঞ্জিনিয়ারিং এ ছিলেন অনিক আহম্মেদ, মিউজিক ভিডিও পরিচালনা করেন কারিশমা চৌধুরী, চিত্রগ্রহণে অমিত আশরাফ, প্রযোজনা করেন হিমেল তারিক। একটি মূল চরিত্রে অভিনয় করেন নৃত্যশিল্পী ও মডেল উপমা। মনে করো গানটির অডিও ও ভিডিও দুটিই ইউটিউবে প্রকাশিত রয়েছে। উৎসবের ভেনু বø্যাক লজ-এ বাংলা ফাইভের মনে করো (ইমাজিন) প্রদর্শিত হবে আজ রাত ৯ টায়। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে বাংলা ফাইভ ব্যান্ড এর পক্ষ থেকে সিনা হাসান বলেন, বিবি কিংবা প্রিসলির জন্মভ‚মি মেমফিসের বুকে আমাদের গান বাজবে, সেখানে জিম জারমাউসের মতো মানুষ থাকবেন, বিশ্ব ব্যান্ডে এ আমাদের বিরাট প্রাপ্তি। জানা যায়, ইন্ডি মেমফিস ফিল্ম ফেস্টিভ্যাল-এ আমেরিকার তরুণ বিখ্যাত শিল্পী জেসিকা রে, সোফি স্ট্রস, এলিস হাসেন, ব্যান্ড স্যাভেজ আফটার মিডনাইট, এশিয়ান সি সহ ১২ জন শিল্পীর মিউজিক ভিডিও প্রদর্শিত হতে যাচ্ছে। এছাড়াও থাকবে সিক্রেট চলচ্চিত্র প্রদর্শনী, নতুন নির্মাতাদের জন্য পিচিং সেশন, রেগুলার স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগীতা, পুরস্কার সেশন ও প্যানেল টকস। প্রসঙ্গত, সমালোচক মহলে বাংলা ফাইভের প্রথম অ্যালবাম লাস্টবেঞ্চ-এর লেফট রাইট, লাস্টবেঞ্চ, আমি ছুটে যাই গানের ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়ার পর ২ বছর ধরে ব্যান্ড গড়ে তোলেন সিনা হাসান, গিটারিস্ট আহনাফ অনিক, বেজিস্ট রাফিন মাহমুদ ও ড্রামার আদনান রুশদী। ব্যান্ডটির সন্ধ্যা নামায়ে রাখি গানটি বাংলা গানের ইউটিউব ইতিহাসে সবচেয়ে বেশী পরিমানে চ্যানেল থেকে আপলোড হয় এবং সবমিলে ২০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়। ইতোমধ্যেই বিভিন্ন এফ এম ও অ্যাপের টপচার্টে বাজছে বাংলা ফাইভের গান। প্রবাসীদের মধ্যে মধ্যপ্রাচ্য, ইউএসএ, কোরিয়া ও অস্ট্রেলিয়া থেকেও প্রচুর পরিমানে শ্রোতা নিয়মিত যুক্ত হচ্ছেন তাদের গানে। বাংলাদেশের পাশাপাশি ইতোমধ্যেই ভারতে ও নেপালেও কনসার্ট করেছে বাংলা ফাইভ ব্যান্ড। ব্যান্ডটি জানায়, বছর শেষে প্রকাশিত হতে যাচ্ছে ‘বাবা মায়ের পকেট’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন