শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সঙ্গীতশিল্পী সালমার এনজিও এর কার্যক্রম শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কোমলমতি শিশুসহ সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে নিজের মেয়ে সাফিয়ার নামে ফাউন্ডেশন করেছেন সঙ্গীতশিল্পী সালমা । এর নাম সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট। সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বড়দাস পাড়া এলাকার প্রাথমিক স্কুলে তিন শতাধিক শিশুকে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরনের মাধ্যমে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। সালমা জানান, দীর্ঘদিন যাবৎ সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে চাইছিলাম। কীভাবে শুরু করব বুঝতে পারছিলাম না। অবশেষে পরিকল্পনা করে কাজটি শুরু করেছি। শিক্ষার প্রসারে কোমলমতি শিশুসহ সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট কাজ করবে। দীর্ঘদিন ধরে সমাজের কাজে নিজেকে বিলিয়ে দেয়ার ইচ্ছা ছিল। অবশেষে আমার স্বামী আইনজীবি সানাউল্লাহ নূর সাগরের সহযোগিতায় আল্লাহর নামে শুরু করলাম। মানবিক উন্নয়নে প্রধান এবং একমাত্র হাতিয়ার শিক্ষা। তাই বাকি জীবনটা আমি ও আমার স্বামী মিলে শিক্ষা নিয়ে একনিষ্ঠভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের মত ক্ষুদ্র মানুষের প্রচেষ্টা যদি সামান্য হলেও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে সেটাই হবে পরম পাওয়া। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শিক্ষা উপকরণ খাতা কলম, খেলার সরঞ্জামাদি বিতরনসহ দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে কাজটি শুরু করেছি। জীবনের বাকিটা সময় আমি ও আমার স্বামী মিলে শিক্ষা নিয়ে কাজ করে যাবো। তিনি বলেন, ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’ একটি এনজিও। আমার ছোট মেয়ের নাম সাফিয়া। তার নামে এটা খুলেছি। এই এনজিও’এর চেয়ারম্যান আমি, মহাসচিব আমার স্বামী। আগামীতে কুষ্টিয়াতে শিশুদের পাশে দাঁড়াবো। এরপর সারাদেশে আমাদের কার্যক্রম চলবে। সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানিয়ে সালমা বলেন, তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন পিছিয়ে পড়া জনপদের মানুষদের উন্নয়নে। সুন্দর দেশটা আরও সুন্দর হোক, সকলের সুশিক্ষা নিশ্চিত হোক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
SHUVO ৩ নভেম্বর, ২০১৯, ৩:৪১ পিএম says : 0
শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন