ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার (১৮ জুন, ২০১৬) কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (প্রোগ্রাম) নওয়াজিশ আলী খান। তিনি কৃতী ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট এবং রিপোর্ট কার্ড বিতরণ করেন।
প্রধান অতিথি নওয়াজিশ আলী খান বলেন, নিজের মেধাকে বিকশিত করতে হলে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. অগাস্টিন ক্রুজ সভাপতির বক্তৃতায় বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। তাহলেই ভাল ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ স্কুলের সিনিয়র শিক্ষক ও অভিভাবকরা। বক্তারা বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। জীবনে মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য লেখাপড়ার বিকল্প নেই। স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, ফ্যাশন শোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
ষ শিক্ষাঙ্গন রিপোর্ট
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন