ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ শফিউদ্দিন শফি (৪৫) নামে এক ডাকাতকে আটক করেছে। সোমবার ভোররাতে উপজেলার ফুলবাড়ি গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শফিউদ্দিন শফি কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে সামছুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ফুলবাড়িয়া গেট এলাকা থেকে শফিউদ্দিন শফি নামে ওই ডাকাতকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডাকাতিসহ ১১ মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন