শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সোনারগাঁয়ে চার নৌডাকাত আটক দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সোনারগাঁ উপজেলার মেঘনা নদী থেকে বিভিন্ন নৌযানে চাঁদাবাজিকালে সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্রসহ ৪ নৌডাকাতকে আটক করেছে আড়াইহাজার খাঁককান্দা নৌপুলিশ। গতকাল রোববার ভোরে চাঁদাবাজির কালে তাদের ব্যবহৃত দুইটি রামদা কয়েকটি লোহার রড ও একটি স্পিডবোটসহ সোনারগাঁ বারদী এলাকা থেকে আটক করা হয়েছে। খাঁককান্দা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, সোনারগাঁ ও আড়াইহাজার এলাকার মেঘনা নদীতে কয়েকটি স্পটে কয়েকটি গ্রুপ বিভিন্ন ভাগে বিভিক্ত হয়ে নদীতে চলাচলরত বিভিন্ন নৌযানে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। সকালে একটি স্পিডবোটে ৬/৭ জন ডাকাত মেঘনা নদীর কান্দাপাড়া ও নরচর এলাকার মাঝামাঝি একটি মালবাহি জাহাজে উঠে নৌ-শ্রমিকদের পিটিয়ে আহত করে তাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইলসেট ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় তাদের চিৎকারে নদীতে টহলরত পুলিশ এগিয়ে এলে নৌডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে ডাকাতরা উপজেলার বারদী এলাকার একটি গ্রামে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই এলাকার স্থানীয় জনতার সহায়তায় পুলিশ চাঁনু মিয়ার ছেলে মনির হোসেন (২৭), মুকবুল হোসেনের ছেলে খলিল হোসেন (১৯), বৈদ্যেরবাজার ইউনিয়নে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী আবু তালেবের ছেলে গাজী আরমান (২৪), আবুল হোসেনের ছেলে আক্তার হোসেন (২৫)কে আটক করে। এ সময় পুলিশ তাদের ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্পিটবোট, ২টি রামদা ও কয়েকটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনায় খাঁককান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন