শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘দাবাং থ্রি’তে প্রীতি জিন্তা?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গত মাসের শেষ দিনের হ্যালোউইন উৎসবের সময় সালমান খানের সঙ্গে তোলা কয়েকটি ছবি সোশাল মিডিয়াতে প্রকাশ করে অভিনেত্রী প্রীতি জিন্তা আসন্ন ‘দাবাং থ্রি’ চলচ্চিত্রে অতিথি ভূমিকায় অভিনয় করবেন এমন এক গুজবের সূচনা করেছেন। ছবিতে দেখা যায় সালমান চুলবুল পা-ের পোশাক এবং প্রীতি মহিলা পুলিশের পোশাক পরেছেন। “হ্যালোউইনে যা মনে হয় তাই ঘটতে পারেৃ. এখানে কিছু মজা আর পাগলামি করার জন্য এসেছি। ‘দাবাং থ্রি’র শুটে আসার কিছু সুবিধা আছে,” প্রীতি ক্যাপশনে লিখেছেন। সালমান ও প্রীতি এর আগে ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘দিল নে যিসে আপনা কাহা’, ‘জান-এ-মান’ এবং ‘হর দিল যো পেয়ার কারেগা’ ফিল্মগুলোতে জুটি হয়ে অভিনয় করেছেন। এছাড়া প্রীতি সালমান-কারিনা কাপুরের ‘মিস্টার অ্যান্ড মিসেস খান্না’ চলচ্চিত্রে অতিথি ভূমিকায় অভিনয় করেছেন। ‘দাবাং থ্রি’ পরিচালনা করেছেন প্রভু দেবা। এই অ্যাকশন ফিল্মে কিচ্ছা সুদীপ রূপায়িত চুলবুল পা-ের পুরনো শত্রু বাল্লি ফিরবে। সোনাক্ষি সিনহা, আরবাজ খান, সায়ি মাঞ্জরেকার এবং মাহি গিলের সহাভিনয়ে ‘দাবাং থ্রি’ ২০ ডিসেম্বর মুক্তি পাবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন