বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বি জিসকে নিয়ে প্যারামাউন্ট বায়োপিক নির্মাণ করবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অস্কারজয়ী ‘বোহেমিয়ান রাপসোডি’ প্রযোজক পপ ও ডিস্কো কিংবদন্তী বি জিস ব্যান্ডকে নিয়ে একটি বায়োপিক নির্মাণ করবে। তিন ভাইয়ের এই ব্যান্ড শ্রোতাদের অনেকগুলো ক্লাসিক গান উপহার দিয়েছেন। প্যারামাউন্ট পিকচার্স এরই মধ্যে ব্যান্ডের গানের স্বত্ব নিশ্চিত করেছে আর গ্র্যাম গ্রিন ব্যান্ডের কাহিনীকে পর্দারূপ দেবেন নির্মিতব্য চলচ্চিত্রটির কাস্ট বা পরিচালক নিশ্চিত হয়নি। ধারণা করা হচ্ছে চলচ্চিত্রটি সাফল্যের বিবেচনায় ‘বোহেমিয়ান রাপসোডি’কে অনুসরণ করবে। উল্লেখ্য ‘বোহেমিয়ান রাপসোডি’ সর্বকালের সবচেয়ে সফল সঙ্গীতভিত্তিক বায়োপিক; ফিল্মটি ৯০০ মিলিয়ন ডলার আয় করেছে আর ফ্রেডি মারকারির ভূমিকায় অভিনয় করে রামি মালিক অস্কার জয় করেছেন। বি জিসের গল্পও ‘বোহেমিয়ান রাপসোডি’র মত নাটকীয় হবে বলে ধারণা করা হচ্ছে। ব্যান্ডের সদস্য তিন ভাই ব্যারি, রবিন এবং মরিস গিব অস্ট্রেলিয়ায় প্রাথমিক সাফল্য লাভের পর বিটলসের ম্যানেজার ব্রায়ান এপস্টাইনের তত্ত্বাবধানে যুক্তরাজ্যে কাজ শুরু করে। জন ট্রাভোল্টা অভিনীত ‘স্যাটারডে নাইট ফিভার’-এর সাউন্ডট্র্যাকের ব্যাপক সাফল্যে বি জিস বিশ্ব পরিচিতি লাভ করে অল্প দিনে। এরপর মদ ও মাদকে আসক্ত হয়ে ছোট দুই ভাই মরিস গিব আর রবিন গিব যথাক্রমে ২০০৩ ও ২০১২তে মৃত্যুবরণ করেন। মরিসের মৃত্যুর পর ব্যারি বি জিসের অবসরের ঘোষণা দেন যদিও রবিনের সঙ্গে ২০০৯ সালে তিনি কিছুদিন পারফর্ম করেন। ব্যারি গিব ২০১৮তে নাইটহুড লাভ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন