চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ভিয়েতনাম যুদ্ধকালীন মার্কিন সংবাদ পাঠক ওয়াল্টার ক্রঙ্কাইটের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
তিনি অনির্ধারিত নামের চলচ্চিত্রটির জন্য তার ‘ব্রিজ অফ স্পাইজ’ সহকর্মী চিত্রনাট্যকার ম্যাট চারম্যান এবং প্রযোজক মার্ক প্র্যাটের সঙ্গে আবার দল বাঁধছেন।
চারম্যানের একটি খসড়া অবলম্বনে কাহিনী রচিত হবে। চলচ্চিত্রটি প্রধানত ‘আমেরিকার সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ ব্যক্তিত্ব’ ক্রঙ্কাইটের সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের সম্পর্ক এবং বিশেষ করে ‘একটি বিজয়ের অযোগ্য যুদ্ধ’ হিসেবে জনমত সৃষ্টিতে তার ভূমিকার ওপর কেন্দ্রীভূত হবে।
স্পিলবার্গ তার অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট কোম্পানির হয়ে চলচ্চিত্রটি প্রযোজনা করবেন। এটি তিনি পরিচালনা করবেন কী না তা এখনও স্পষ্ট হয়নি।
বস্টন ম্যারাথন বোমা হামলা নিয়ে ‘ব্রিজ অফ স্পাইজ’ ফিল্মের জন্য অস্কার বিজয়ী চারম্যানের চলচ্চিত্র ‘প্যাট্রিয়টস ডে’ ডিসেম্বরে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন মার্ক ওয়ালবার্গ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন