বিনোদন ডেস্ক : ঈদের জন্য নির্মিত হয়েছে বিশেষ একক নাটক আরজে মোখলেস। পলাশ মাহবুবের লেখা নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন সাজু খাদেম, মৌসুমি হামিদ, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল এবং একটি বিশেষ চরিত্রে জাহিদ হোসেন শোভন। নাটক প্রসঙ্গে অভিনেতা সাজু খাদেম বলেন, আরজে মোখলেস নাটকটির গল্প অন্যরকম। শুটিং করার সময় আমরা বেশ মজা পেয়েছি। আরজে মোখলেসের চরিত্রে অভিনয় করার সুযোগ ছিল। নাট্যকার পলাশ মাহবুব বলেন, সাধারনত আমি যে ধরনের নাটক লিখে থাকি ‘আরজে মোখলেস’ নাটকটিও সেই ধাঁচের। আমরা একটি গল্প বলতে চেয়েছি, আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে। আরজে মোখলেস প্রচারিত ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে, বৈশাখী টেলিভিশনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন