বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রে জাজ মাল্টিমিডিয়া অসাধারণ অবদান রেখে চলেছে। একের পর এক সিনেমা নির্মাণ করে চলচ্চিত্রে ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। চলচ্চিত্রে ডিজিটাল পদ্ধতিতে সিনেমা প্রদর্শন ও নির্মাণ করে আধুনিকায়নে জাজের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। অল্প সময়েই এই প্রযোজনা-পরিবেশনা-নির্মাণকারী এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে এক অবিচ্ছেদ্য অংশ হিসাবেও পরিণত হয়েছে। ২০১১ সাল থেকে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি নতুন রেকর্ড এবং চমক দেখিয়ে যাচ্ছে। এবার আরো একটি নতুন চমক দেখালো জাজ। অতিঅল্প সময়ে এক লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে জাজের ইউটিউব চ্যানেলটি। এটাও জাজের বড় একটা সাফল্য বিবেচনা করে উচ্ছ¡াস প্রকাশ করছে জাজ পরিবার। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল আজিজ বলেন, বাংলাদেশের চলচ্চিত্র প্রতিষ্ঠানের কোনো ইউটিউব চ্যানেল এই প্রথম সাবস্ক্রিপশন ১ লাখ ছাড়িয়ে গেল। এই অর্জন শুধু জাজের নয়, এটা সকল দর্শক এবং গোটা চলচ্চিত্রেরও সাফল্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন