শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সাজু খাদেমের উপস্থাপনায় ঈদের অনুষ্ঠান সাজু সাবধান

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয় শিল্পী সাজু খাদেম অনেক তারকার কণ্ঠ আর চলন-বলন অনুকরণ করতে পারেন। তাদের অনেকে এ নিয়ে শঙ্কায় থাকেন। এজন্যই কি ‘সাজু সাবধান’? সাজু খাদেম বলেন, ‘সবাই এটাই মনে করবে। ঘটনাটা আসলে উল্টো। মজা করতে গেলে অনেকের রোষানলে পড়তে হয় মাঝেমধ্যে। তাই আমি নিজেকেই সাবধান হতে বলেছি’। মাছরাঙা টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালার জন্য তৈরি হচ্ছে ‘সাজু সাবধান’। এটি উপস্থাপনা করছেন সাজু খাদেম, সেই সঙ্গে এ অনুষ্ঠানের ক্রিয়েটিভ বিভাগেও অন্যতম ভূমিকা পালন করছেন তিনি। ‘সাজু সাবধান’-এর অতিথি হয়ে এ অনুষ্ঠানে আসবেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ, অভিনেতা-সঙ্গীতশিল্পী ফজলুর রহমান বাবু এবং অভিনেত্রী-মডেল বাঁধন। সঙ্গে থাকবে আরো অনেক চমক। এ আয়োজনের সমন্বয়কারী রুম্মান রশীদ খান, আর প্রযোজনায় মনিরুজ্জামান খান ও জেডআই ফয়সাল। উপস্থাপনা প্রসঙ্গে সাজু খাদেম বলেন, ‘বিভিন্ন টিভি চ্যানেল থেকে ঈদের বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি একটা আয়োজনেই এ কাজটা করতে চেয়েছি। সেজন্য বাকিদের ফিরিয়ে দিতে হয়েছে। ভেবেছি এক্সক্লুসিভ ব্যাপারটা থাকুক।’ ‘সাজু সাবধান’ প্রচারিত হবে ঈদের ৩য় দিন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন