মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইত্যাদি ঈদ স্পেশাল : ৪ মিনিটের নাটকে ৪ তারকা

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রতিবারের মতো বিষয় বৈচিত্র নিয়ে নির্মিত হয়েছে ঈদের ‘ইত্যাদি’। শুধু বিনোদন নয়, বিনোদনের মাধ্যমে শিক্ষা, এ কথাটি কেবল ‘ইত্যাদি’র ক্ষেত্রেই প্রযোজ্য। এবারের ঈদের পর্বেও রয়েছে একটি চমৎকার শিক্ষা ও সচেতনতামূলক নাট্যাংশ। ‘ইত্যাদি’তে অনেক বড় বড় গল্প, ছায়াছবি ছোট্ট পরিসরে চমৎকারভাবে ইতোপূর্বে দেখানো হয়েছে। যেমন ৪ মিনিটে পুরো নাটক, ৪ মিনিটে নবাব সিরাজউদ্দৌলা, ৪ মিনিটে বিদেশিদের দিয়ে সম্পূর্ণ ছবি, ৪ মিনিটে লোকযাত্রা, ৪ মিনিটের দেবদাস, ৪ মিনিটের পারিবারিক মিনি ড্রামা ইত্যাদি বিভিন্ন বিষয় দেখানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার ঈদ ‘ইত্যাদি’তে রয়েছে ৪ মিনিটের একটি বিশেষ পর্ব। যেখানে দেখা যাবে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। ব্যতিক্রমী এই নাট্যাংশে অংশ নিয়েছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির এবং মডেল-অভিনেতা ঈমন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। পর্বটিতে শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির এবং ইমন ভিনগ্রহের মানবের চরিত্রে অভিনয় করেছেন এবং চিত্রনায়ক আলমগীর একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। উল্লেখ্য, জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর দীর্ঘ প্রায় এক দশক পর টিভিতে অভিনয় করলেন। তাদের সাথে একটি দেশাত্ববোধক গানের পরিবেশনায় অংশ নিয়েছে ৩০ জন শিশুশিল্পী। বিদ্রæপাত্মক ও রসালো এই পর্বটিতে উঠে এসেছে অনেকগুলো সমসাময়িক বিষয়। শিল্পীদের অভিনয় নৈপুণ্যে এবং পরিবেশনার চমকে ৪ মিনিটের এই পর্বটি এবারের ঈদের ইত্যাদির একটি আকর্ষণীয় পর্ব। যা দর্শকদের আনন্দ দেবে। ‘ইত্যাদি’ বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন