শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান ক্যারিয়ার গাইড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

স্কুল জীবন থেকেই শিক্ষার্থীদের মাথায় ক্যারিয়ারের বিষয়টি মাথায় ঢুকিয়ে দেয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানে লেখাপড়া শেষ করে তাকে চাকরি বা অন্য কিছু করতে হবে। বাস্তবতা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনেকের কোনো চিন্তা ভাবনা থাকে না। আমাদের অনেকের মতেই স্মার্ট ক্যারিয়ার মানেই চাকরি। এর বাইরে যে সম্মানজনক আরও অনেক ক্যারিয়ার আছে, তা অনেকেই জানে না। সবার কথা শুনে যখন একটা ক্যারিয়ার বেছে নেয়, তখন দেখা যায় কাজ করতে গিয়ে তা আর ভালো লাগছে না, ক্যারিয়ার হয়ে পড়েছে বোঝা। এসকল বিষয় মাথায় রেখেই তরুণ প্রজন্মের জন্য ক্যারিয়র বিষয়ক একুশে টেলিভিশনের নতুন অনুষ্ঠান ‘ক্যারিয়ার গাইড’। এনামূল হকের প্রযোজনায় এবং গোলাম সামদানী ডনের উপস্থাপনায় প্রতি মঙ্গলবার রাত ৮টায় প্রচার হবে অনুষ্ঠানটি। আজ ‘ক্যারিয়ার গাইড’ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশের কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। আজকের নির্ধারিত বিষয় ‘জব ভার্সেস এন্টারপ্রেইনার’। এ বিষয়ে আলোচনা সফল কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। অনুষ্ঠান সম্পর্কে প্রযোজক এনামূল হক জানান, ‘আমি কেবল মাত্র টক শো নির্মান করতে চাইনি। অনুষ্ঠানটিকে ক্যারিয়ারের গ্রæমিং এর জন্য তথ্য বহুল করা হয়েছে। আশা করছি, বিষয়ভিত্তিক ‘ক্যারিয়র গাইড’ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মসহ বিভিন্ন চাকরিজীবি এবং উদ্যোক্তাদের সহায়ক হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন