শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘জোকার’ সর্বকালের সবচেয়ে লাভজনক কমিক্স-ভিত্তিক চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ডিসি কমিক্সের চলচ্চিত্র ‘জোকার’ ১১ নভেম্বর পর্যন্ত ৯৮৪ মিলিয়ন ডলার আয় করে সর্বকালের সবচেয়ে লাভজনক কমিক্স-ভিত্তিক চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে। ফর্বস সাময়িকীর এই দাবি। য়োয়াকিন ফিনিক্স অভিনীত চলচ্চিত্রটি মাত্র ৬২.৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে যেখানে বিলিয়ন ডলার বা কাছাকাছি আয়ের চলচ্চিত্রের অধিকাংশের বাজেট শত মিলিয়ন ডলারের বেশ হয়ে থাকে। শুধু তাই নয় জোকার প্রথম আর-রেটেড ফিল্ম যেটি বিলিয়ন ডলারের কাছাকাছি আয় করেছে আর কয়েকদিনের মধ্যেই ফিল্মটি নিঃসন্দেহে বিলিয়ন ডলার আয় সীমা ছাড়িয়ে যাবে। টড ফিলিপস পরিচালিত ‘জোকার’ এক সুপারভিলেনের গল্প। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, য্যাযি বিটয, ফ্রান্সেস কনরয়, ব্রেট কালেন, গ্লেন ফ্লেশলার, বিল ক্যাম্প, শেয়া উইহ্যাম এবং মার্ক ম্যারন। ‘জোকার’ ৬৯ শতাংশ বটেন টম্যাটোস রেটিং পেয়েছে। মন্তব্য লেখা হয়েছে : “কুখ্যাত কেন্দ্রীয় চরিত্রটি গ্রহণযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। এটি কমিক্স-ভিত্তিক চলচ্চিত্রের গভীর বিবর্তনের নজির।”

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন