শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন সাংবাদিক সুদীপ্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম


চলচ্চিত্রে প্রথম কাহিনী লিখে জাতীয় পুরস্কার পেয়েছেন সাংবাদিক সুদীপ্ত সাঈদ খান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জান্নাত’ সিনেমার জন্য সুদীপ্ত শ্রেষ্ঠ কাহিনিকারের পুরস্কার পেয়েছেন। তিনি বর্তমানে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন বিভাগে সাব এডিটর হিসেবে কর্মরত। সুদীপ্ত বলেন, ‘এই পুরস্কার প্রাপ্তি অবশ্যই আনন্দের। প্রথমবার সিনেমার জন্য কাহিনী লিখেছি, প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব ভাবিনি। এই পুরস্কার প্রাপ্তি আমার কর্মযাত্রায় অবশ্যই অনুপ্রেরণা জোগাবে।’ উল্লেখ্য, সুদীপ্ত সাইদ খানের লেখালেখির শুরু ১৯৯৫ সালে। শুরুতে ছড়া লিখলেও পরে কবিতা লেখা শুরু করেন। ২০০৬ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই। এরপর ২০০৯ সালে ‘লোক’ ও ‘লিটলম্যাগ প্রাঙ্গণ’ নামের দুটি লিটলম্যাগের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করার সুযোগ পান। টানা দুই বছর সেখানেই কাজ করেন। পরে সাংবাদিকতায় যুক্ত হন তিনি। বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় পত্রিকা, সাপ্তাহিক ও পাক্ষিক ম্যাগাজিনসহ অনলাইন পোর্টালে কাজ করেছেন সুদীপ্ত। কলকাতার বেশ কিছু পত্রিকাতেও লিখেছেন। ২০১১ সালে বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের তৃতীয় ব্যাচে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। ২০১৬ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই ‘মাতাল আত্মপাঠ’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন