মেহেরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩০ বোতল ফেনসিডিল ও ৮০ গ্রাম গাঁজা।
গত সোমবার দিনগত রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারদের মধ্যে জিআর মামলায় চারজন, সিআর মামলায় একজন ও নিয়মিত মামলায় সাতজন আসামি রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এতথ্য নিশ্চিত করেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতার ওই ১২ জনকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন