শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পণ্যবাহী পরিবহন ধর্মঘটে চট্টগ্রামের চাক্তাই খাতুনগঞ্জে অচলদশা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৩:০৮ পিএম

পণ্যবাহী পরিবহন ধর্মঘটে দেশের অন্যতম বাণিজ্যিক এলাকা চট্টগ্রামের চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জে অচলাবস্থা বিরাজ করছে। সেখানেই নেই কোন পণ্যবাহী পরিবহনের আনাগোনা। তবে চাক্তাই খাল হয়ে নৌপথে পণ্যপরিবহন চলছে।

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারা দেশের মতো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী ভোর ৬টা থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান চালাচ্ছেন না চালক ও শ্রমিকরা।

এতে করে চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জসহ নগরীর বাণিজ্যিক এলাকাগুলো থেকে পণ্য পরিবহন বন্ধ আছে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক ও চিটাগাং চেম্বারের পরিচালক সৈয়দ ছগির আহমদ ইনকিলাবকে বলেন, চাক্তাই, খাতুনগঞ্জ থেকে মালামাল নিয়ে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৭০০ ট্রাক দেশের বিভিন্ন এলাকায় চলাচল করে। আজ কোন ট্রাক আসেনি।

প্রতিদিন গড়ে এখানে দুই হাজার কোটি টাকার মালামাল হাতবদল হয়। তবে ধর্মঘটের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ ধরনের ধর্মঘট সরকার ও জনগণকে জিম্মি করার অপচেষ্টা উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন