শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় নারী শ্রমিক হত্যায় একজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৯, ৬:১৮ পিএম

কুষ্টিয়ার ভেড়ামার থানার ইটভাটার নারী শ্রমিক শাপলা (২২) কে হত্যার অভিযোগে রবিউল ইসলাম ওরফে রবি ঘরামী (৬২) নামের একজনের মৃত্যুদণ্ড দিয়েছে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক তহিদুল ইসলাম।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আসামি ভেড়ামারা উপজেলার বারোমাইল টিকটিকিপাড়া গ্রামের মৃত রেজন আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে রবি ঘরামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালত এ রায় ঘোষনা করেন। এছাড়া আসামিকে আরো ৫০ হাজার টাকা জরিমানার আদেশ্ও দিয়েছে আদালত।সংশ্লিষ্ট আদালতের সরকারী কৌশুলী এপিপি এ্যাড. আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ২১এপ্রিল সন্ধায় ভিকটিম নারী শ্রমিক শাপলা নিজ বাড়ি থেকে নিঁখোজ হন। পরদিন দুপুর দেড়টায় পাশ্ববর্তী লিচু বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।এ ঘটনায় নিহতের মা ইটভাটা শ্রমিক শাহানা বেগম বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আসামি রবি ঘরামীকে হত্যাকাণ্ডে জড়িত থাকা শনাক্ত করণসহ ২০১৩ সালের ১২ডিসেম্বর আদালতের চার্জশীট দেয় পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন