শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন রবি চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম | আপডেট : ১২:০৭ এএম, ২৪ নভেম্বর, ২০১৯

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে একটি গান গেয়েছেন সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। তুমি মিশে থাকা মাটির মায়ায়/ সবুজ ঘাসের নাম/ তুমি উড়ে চলা পাখির ডানায়/ বাংলার শিরোনাম। এমন কথার গানটি লিখেছেন কবি শুক্লা পঞ্চমী। সুর দিয়েছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। রবি চৌধুরী বলেন, আমি নিজে একজন বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। জাতির পিতার জন্ম-শতবর্ষ উদযাপনে মৌলিক গান গাইব না, তা হয় না। গানটির কথা আর সুর শুনে আমার বেশ ভালোলাগা তৈরি হয়েছে। তাই গানটি করা। আমি বিশ্বাস করি, আমাদের সৃষ্টি একদিন বাংলার শিরোনাম হয়ে উঠবে। গানটির সুরকার মুরাদ নূর বলেন, বঙ্গবন্ধু একটি বিশ্বাসের নাম। পৃথিবীর ইতিহাসে সাফল্যের একটি নাম। তাঁর দেশে আমার জন্ম। আমি ধন্য। এমন বিশেষ মানুষকে নিয়ে কিছু সৃষ্টি করা খুবই আনন্দের আর সম্মানের। চ্যালেঞ্জও বটে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। মাসুদ পথিকের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে আরেকটি গান করছি। চেষ্টা করেছি গানে গানে শ্রদ্ধা, ভালোবাসা আর ঐতিহ্য তুলে ধরতে। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা, এমন ঐতিহাসিক গর্বের কাজে আমাকে সঙ্গে রাখার জন্য। বঙ্গবন্ধুর জন্ম-শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলার শিরোনাম গানটি অডিও-ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হবে শিগগিরই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন