শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আগামী বই মেলায় শানু’র তিনটি বই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অভিনেত্রী শানারইে দেবী শানু বেশ কয়েক বছর ধরে গল্প, উপন্যাস, কবিতা লিখছেণ। এ বছরের বইমেলাতে প্রকাশিত হয় তার প্রথম শিশুতোষ বই ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’। বইটি লেখার জন্যই সম্প্রতি তিনি মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। শানু বলেন, ‘এই সম্মাননা আমার জন্য যে কতো বড় অর্জন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষনার সময় আমার যেমন টেনশন হয়েছিল ঠিক একই রকম টেনশন হয়েছিল। এ পুরস্কারে একজন লেখক হিসেবে দায়িত্বও বেড়ে গেলো।’ শানু জানান, আগামী একুশে বইমেলার জন্য নতুন তিনটি বই প্রকাশ করবেন। বই তিনটি হচ্ছে উপন্যাস ‘লিপস্টিক’, কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ ও শিশুতোষ একটি বই যার নাম এখনো ঠিক করেননি। আপাতত বইগুলোর কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন শানু। তারপরও অভিনয় করছেন সময় করে। এরইমধ্যে চ্যানেল আইয়ের জন্য এস এম কামরুজ্জামান সাগরের নির্দেশনায় তিনি ‘বুদ্ধিমান গাঁধা’ নাটকের কাজ শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে আছেন রওনক হাসান। শানু বলেন, ‘সাগর ভাইয়ের নির্দেশনায় কাজটি করে ভেশ ভালোলেগেছে। অনেকদিন পর গ্রামের সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পটা খুব চমৎকার। যে কারণে আমি কাজটিও দারুণ উপভোগ করেছি। আশা করছি ভালোলাগবে দর্শকের।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন