শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথম একসঙ্গে তাহসান, অদিত ও প্রীতম

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : তাহসান, অদিত এবং প্রীতম হাসান। তিন জনই মূলত সংগীত পরিচালক। এরমধ্যে কণ্ঠশিল্পী হিসেবে বেশ এগিয়ে আছেন তাহসান। আর অন্য দু’জন মাঝেমধ্যে গাইলেও তাদের মূল ধ্যান-জ্ঞান সংগীত পরিচালনা এবং অন্যদের কণ্ঠে গান তুলে দেয়া। এবারই প্রথম এই তারা মিলিত হলেন এক মোড়কে। গাইলেন তিন জনই। সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে তিন গানের একটি বিশেষ অ্যালবাম। সদ্য রেকর্ড শেষ হওয়া এই অ্যালবামের নাম ‘প্রথম ভালোবেসে’। গানটি গেয়েছেন তাহসান। অ্যালবামের অন্য দুটি গান ‘হারাবে কোথায়’ এবং ‘উড়তে শেখা পাখি’। প্রথমটি গেয়েছেন অদিত আর পরেরটি প্রীতম। গান লিখেছেন রাকিব হাসান রাহুল এবং মেহেদী হাসান লিমন। পুরো অ্যালবামটি তৈরি করছেন ‘আসো মামা হে’ খ্যাত নন্দিত কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি প্রীতম হাসান। তিনি বলেন, ‘আমার খুব পছন্দের একটা প্রজেক্ট এটি। কারণ, দুজন মানুষই আমার অসম্ভব পছন্দের। দুজনের জন্য এবারই প্রথম গান করলাম। উনাদের সঙ্গে আমিও গাইলাম। তাহসান ভাই ও অদিত ভাইয়ের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি, যেটা খুব জরুরি বিষয়। মোট মিলিয়ে দারুণ লেগেছে। আশা করছি আমাদের এই বিশেষ প্রজেক্ট সবার ভালো লাগবে।’ তাহসান বলেন, ‘নতুনদের মধ্যে প্রীতম অনেক ভালো কাজ করছে। নতুন ধরনের মিউজিক প্রডিউস করার চেষ্টা করছে শুরু থেকেই। আশা করি এবারও নতুন কিছুই হচ্ছে।’ প্রযোজক এসকে সাহেদ আলী জানিয়েছেন, ঈদ উপলক্ষে শিগগিরই জিপি মিউজিক-এর এক্সক্লুসিভ বিভাগে ডিজিট্যালি প্রকাশ পাচ্ছে অ্যালবামটি। অ্যালবাম আকারেও প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে সিএমভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন