স্টাফ রিপোর্টার : ধারাবাহিকভাবে আরফিন রুমি ও পড়শীর গাওয়া বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। শুধু গানই নয়, তাদের দ্বৈত গানের কিছু মিউজিক ভিডিও দর্শক সমাদৃত হয়। তবে মাঝে দীর্ঘ সময় বিভিন্ন কারণে একসঙ্গে কাজ করা হয়নি তাদের। এবার ঈদে নতুন একটি গান নিয়ে আবার হাজির হচ্ছেন তারা। গানের নাম ‘সত্যি করে বল’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। গানটি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ পেতে যাওয়া আরফিন রুমির নতুন একক অ্যালবামে থাকছে। সম্প্রতি রুমির মোহাম্মদপুরস্থ স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আরফিন রুমি বলেন, আমার সঙ্গে পড়শীর গাওয়া বেশ কিছু গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছে। তারই ধারাাবাহিকতায় ‘সত্যি করে বল’ গানটি করলাম। পড়শী গেয়েছেও অসাধারণ। আমার মনে হয় শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে। পড়শী বলেন, আরফিন রুমি ভাইয়া আমার খুব পছন্দের একজন সংগীত পরিচালক ও শিল্পী। তার সঙ্গে আমার অনেক গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার নতুন গান করলাম। ভালো লাগছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। উল্লেখ্য, আরফিন রুমির নতুন এ অ্যালবামে থাকছে তিনটি গান। এরমধ্যে দুটি দ্বৈত ও একটি একক গান থাকছে। দ্বৈত অন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন ঐশী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন