শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রিচা চাদার অনুপ্রেরণা মেরিল স্ট্রিপ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

বলিউডের অভিনেত্রী রিচা চাদা বলেছেন হলিউডের অভিনেত্রী মেরিল স্ট্রিপকে আলাদা তিনটি ফিল্মের জন্য পোলিশ, ওলন্দাজ আর রানীর মত করে ইংরেজি ভাষা আয়ত্ত করতে দেখেছেন তিনি তাতে স্ট্রিপ তার কাছে আদর্শে পরিণত হয়েছেন। “আমি মেরিল স্ট্রিপকে ‘সোফি’স চয়েস’-এর জন্য পোলিশ টানে, ‘আউট অফ আফ্রিকা’তে ওলন্দাজ টানে ‘ডাউট’-এ ব্রংক্সের টানে এবং ‘আয়রন লেডি’তে রানির টানে ইংরেজিতে সংলাপ বলেছেন, আমি খুব অনুপ্রাণিত হই এর জন্য,” রিচা বলেন। স্ট্রিপের মতই রিচা বিভিন্ন স্বর ও বাচনে কাজ করতে পছন্দ করেন। কথা বলার ধরণ আর অ্যাক্সেন্ট বৈচিত্র ভালবাসেন তিনি। ‘ফুকরে’তে তিনি দিলি­র বাচনে সংলাপ বলেছেন, ‘গ্যাংস অফ ভাসিপুর’-এ তাকে ভোজপুরী প্রভাবিত সংলাপ বলতে হয়েছে, ‘মাসান’-এ তার সংলাপ ছিল উত্তর প্রদেশের হিন্দুস্তানি। এছাড়া ‘গোলিয়োঁ কি রসলীলাৃ রাম-লীলা’তে তার সংলাপ ছিল গুজরাতি আশ্রিত হিন্দি, আর ‘লাভ সোনিয়া’ এবং ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’তে বাম্বাইয়া। উত্তর প্রদেশের পটভূমিতে নির্মিতব্য একটি চলচ্চিত্রের জন্য তিনি নতুন ভাষা শিখবেন বলে জানা গেছে। তিনি বলেন,” আমার মনে হয় এতে আমার নিয়ন্ত্রণ আছে। এজন্য আমি নতুন কণ্ঠস্বর আর অ্যাক্সেন্ট শিখছি। নিজের আওয়াজ অনেক সময় চিনতে পারি না বলে ভাল লাগে।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন