শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অ্যান্ড্রু কিশোরের চিকিৎসা ব্যয়ের জন্য অনলাইন ফান্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ক্যানসার আক্রান্ত দেশের খ্যাতিমান ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী অ্যান্ড্রু কিশোরের চিকিৎসার জন্য প্রয়োজন দুই কোটিরও বেশি টাকা। এত ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব না হওয়ায় অনলাইনে ফান্ডিংয়ের আবেদন করেছেন তার স্ত্রী লিপিকা অ্যান্ড্রু। এ জন্য ‘গো ফান্ড মি’ নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে তিনি জানান, শিল্পীর শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া গেছে। অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘকালীন এ চিকিৎসার তেমন কোনও পূর্ব প্রস্তুতি না নিয়ে সিঙ্গাপুর গেলেও ডাক্তারদের পরামর্শে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডাক্তার লিমসুন থাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। জানা যায়, হাসপাতালের চিকিৎসা বোর্ডের কাগজপত্র নিয়ে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা এই অনলাইন ফান্ডিং পেজ চালু করেন। অ্যান্ড্রু কিশোরও জানান, একপ্রকার বাধ্য হয়ে এটি খুলতে হয়েছে। এদিকে অ্যান্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস বলেন, গত ৯ সেপ্টেম্বর তিনি ও তার স্ত্রী এবং সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ সিঙ্গাপুরে যান। ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ১৮ সেপ্টেম্বর তার বায়োপসি রিপোর্ট পাওয়া যায় এবং তার শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়। এ পর্যন্ত তার ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি স¤পন্ন হয়েছে। গত ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয়েছে। আরও ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি স¤পন্ন করা হবে বলে ডাক্তাররা জানিয়েছেন। যা তিন মাস চলবে বলেও ডাক্তাররা জানান। তার এ চিকিৎসা আরও দুই কোটি ১০ লাখ টাকা প্রয়োজন। অ্যান্ড্রু কিশোরকে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। এরই মধ্যে তার চিকিৎসায় তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন