শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নৌযান ধর্মঘটের প্রভাব পড়েনি দক্ষিণাঞ্চলে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১১:১০ এএম

পূর্ব ঘোষণা ছাড়াই নৌযান শ্রমিক ধর্মঘটের কোন প্রভাব পড়েনি নৌ যোগাযোগ নির্ভর দক্ষিণাঞ্চলে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদী বন্দর থেকে ৫০টি রুটে নৌযান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে বলে বিআইডব্লিউটিএ’র বরিশাল বন্দর কর্মকর্তা জানিয়েছেন।

এমনকি ঢাকার সদরঘাটে নৌযান শ্রমিকদের বাঁধার মুখে সকাল ৮টায় বরিশাল মুখি ক্যটামেরন ‘এমভি গ্রীনলাইন-৩’ বরিশালের উদ্দেশ্য রওয়ানা করেছে। দুপুর ১টার দিকে ‘গ্রীনলাইন ওয়াটার ওয়েজ’ এর ঐ নৌযানটি বরিশালে পৌঁছে ৩টায় ঢাকার উদ্দেশ্য যাত্রা করবে বলে আশা করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বরিশাল নৌ টার্মিনালে নৌ-পুলিশ এবং বন্দর এলাকায় মহানগর পুলিশের বিপুল সংখ্যক সদস্য সতর্ক পাহারায় রয়েছে।

সন্ধ্যায় বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৫০টি যাত্রীবাহী নৌযান ঢাকার উদ্দেশ্য যাত্রা করবে বলে জানিয়েছে ঐসব নৌযান কর্তৃপক্ষ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন