শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুক্তি পাচ্ছে সার্ফিং নিয়ে প্রথম চলচ্চিত্র ন ডরাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভিন্নধর্মী গল্প ও নির্মাণে প্রশংসিত হলেও আপত্তিকর সংলাপের জন্য সেন্সর বোর্ডে আটকে গিয়েছিল সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ন ডরাই। ফলে ২৯ নভেম্বর সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয় সংশয়। শেষ পর্যন্ত সিনেমাটি ছাড়পত্র পেয়েছে এবং ঐ দিনই এটি মুক্তি পাবে। গত বৃহ¯প্রতিবার সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। বোর্ডের সদস্যরা এটি দেখে প্রশংসা করলেও কিছু সংলাপ নিয়ে আপত্তি জানান। এই আপত্তির কারণে ছাড়পত্র দেওয়া হয়নি। পরিচালক তানিম রহমান অংশু বলেন, সেন্সর বোর্ড থেকে নীতিমালা অনুযায়ি আমাদের কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে। এ নীতি মেনেই মুক্তি পাচ্ছে ন ডরাই। উল্লেখ্য, সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত সিনেমা। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল। এর চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমাটির নায়ক শরিফুল রাজ বলেন, সিনেমাটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। কতটা পরিশ্রম করেছি সেটা দর্শক সিনেমাটি দেখার পর বুঝতে পারবেন। নায়িকা সুনেরা বিনতে কামাল বলেন, সিনেমাটিতে সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে, যা অন্য নারীদের উৎসাহিত করবে বলে মনে করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন