শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জনগণের ভাগ্য গড়ার হাতিয়ার রাজনীতি

সাংবাদিকদের ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার এই দেশে সততার রাজনীতির প্রতীক। রাজনীতি নিজের ভাগ্য নয়, জনগণের ভাগ্য গড়ার হাতিয়ার।

গতকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কাদের বলেন, রাজনীতি কেনাবেচার পণ্য নয়। রাজনীতি আপন ভাগ্য গড়ার হাতিয়ার নয়। রাজনীতি জনগণের ভাগ্য গড়ার হাতিয়ার শেখ হাসিনা আমাদের এমন শিক্ষাই দিয়েছেন।

পঁচাত্তরের পর দেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার চেয়ে সৎ রাজনীতিক একজনও নেই উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই পথ শেখ হাসিনা আমাদের অনুসরণ করতে বলেছেন। একজন রাজনীতিকের মানুষের ভালোবাসা পাওয়া ছাড়া আর কিছুই পাওয়ার নেই।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযানের সূচনা করেছেন এই শুদ্ধি অভিযান সফল করতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচন আর বেশি দূরে নয় স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই সম্মেলন থেকে প্রস্তুতি নিতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার শপথ নিতে হবে। সেই লক্ষ্যে আপনাদের সবাইকে কাজ করতে হবে।###

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ahammad ১ ডিসেম্বর, ২০১৯, ২:৩৫ এএম says : 0
জনাব,আপনার কথাটি বহিবিশ্বের বেলায় প্রযোজ্য। কিন্তু বাংলাদেশের রাজনীতি জনগনের ভাগ্যউন্নয়নের জন্য নয়, এটা শুধু নিজের ভাগ্যউন্নয়নের জন্য। দূঃনীতি বিরোধী অভিযানই তার আংশিক প্রমান। প্রকৃত অর্থে শুদ্ধিঅভি্যান চালাইলে ৯৫% ই দূঃনীতিবাজ পাবেন,কোন সন্দেহ নাই।
Total Reply(0)
** মজলুম জনতা ** ১ ডিসেম্বর, ২০১৯, ১:১৮ পিএম says : 0
যে জাতী তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না,আল্লাহ ও তার ভাগ্য পরিবর্তন করেনা।বান্দার চেষ্টা যেখানে শেষ, সেখান থেকে আল্লাহ'র চেষ্টা শুরু।অত এব নিরাশ হবার কিছু নাই।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন