বিনোদন ডেস্ক : ঈদে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে সাতদিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। এস আই টুটুলের উপস্থাপনায় প্রথমবারের মত ‘একই বৃন্তে’ অনুষ্ঠানে দেখা যাবে দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরি এবং দুই ভাই শাফিন আহমেদ ও হামিন আহমেদকে। অনুষ্ঠানে তারা নিজেদের ঈদ উদ্যাপনের স্মৃতিচারণ ছাড়াও নিজেদের সঙ্গীত পরিবারে বেড়ে ওঠার গল্প, নিজেদের ক্যারিয়ার, বর্তমান সময়ের সঙ্গীতের অবস্থা নিয়ে কথা বলেছেন। এস আই টুটুলের চমৎকার উপস্থাপনা এবং দুই ভাই বোনের গান অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্র যোগ করেছে। অনুষ্ঠানটি সম্পর্কে ফাহমিদা নবী জানান, ‘এটি খুবই মজাদার একটি আড্ডা অনুষ্ঠান। মজার মজার সব গল্প বলেছি আমরা। উৎসবের অনুষ্ঠান বলে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি ভাগাভাগি করেছি। আর অতিথিদের সবাই সংগীতশিল্পী হওয়ার কারণে গানও ছিলো।’ রিয়াজুম মনির শৈবালের প্রযোজনায় ঈদেরদিন রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন